ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র থেকে সব সিরিয় শরণার্থীদের বের করে দেয়া হবে: ট্রাম্প
প্রকাশিত : ১০:৪৮, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪৮, ৩ এপ্রিল ২০১৬
ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র থেকে সব সিরিয় শরণার্থীদের বের করে দেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রতাশী ডোনাল্ড ট্রাম্প।
উইসকনসিনে নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, মার্কিনিরা বেলজিয়াম বা জার্মানির মত ভুল করবে না। এসময় ইউরোপে শরণার্থীদের আশ্রয় দেয়ার সমালোচনাও করেন বিতর্কিত এই রিপাবলিকান। একই রাজ্যে, নির্বাচনী ভাষণে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে দেশ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়ে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেট হিলারি ক্লিনটন। নতুন কর্মসংস্থান সৃষ্টি করে হতাশ হয়ে পড়া যুব সমাজকে আশার আলো দেখান সাবেক ফাস্ট লেডি হিলারি।
আরও পড়ুন