ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ক্ষমতায় থাকতে মাকে ‘বন্দী’ করেছেন সৌদি যুবরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ১৭ মার্চ ২০১৮

দুই বছরেরও বেশি সময় ধরে রহস্যজনকভাবে খোঁজ পাওয়া যাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মা ফাহদা বিনতে ফালাহ আল হাতলেনেকে। অভিযোগ উঠেছে দেশটির যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার মাকে দুই বছরেরও বেশি সময় ধরে ‘বন্দী’ করে রেখেছেন। এমনকি তার মাকে বাবা সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করতে দেন না। মার্কিন গণমাধ্যম এনবিসি ও ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফাহদা বিনতে ফালাহ আল হাতলেনে ৮২ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের তৃতীয় স্ত্রী। গত দুই বছরের বেশি সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে মায়ের ‘উধাও’ হওয়ার বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে ছিলেন। যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা চলেছে।

তবে সৌদি সরকার গণমাধ্যমের এ খবরকে নাকচ করে দিয়েছে। ওয়াশিংটনে সৌদি দূতাবাসের একজন মুখপাত্র এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটা সত্য নয়।

যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তারা বিশ্বাস করেন ক্ষমতা দখলে যুবরাজের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেন এবং বাদশাহকে প্রভাবিত করতে পারেন এ আশঙ্কায় যুবরাজ তার মাকে লুকিয়ে রেখেছেন।

উল্লেখ্য, গত বছর চাচাতো ভাইকে রাজ্যের যুবরাজের পদ থেকে সরিয়ে ক্ষমতায় আসেন ৩১ বছর বয়সী মুহাম্মদ বিন সালমান। এরপরই তিনি দুর্নীতি দমনের নামে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীসহ পরিবারের অপর সদস্যদের গ্রেপ্তার করতে থাকেন।

দেশটির শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালালকেও গত নভেম্বরে আটক করা হয়। ক্ষমতা গ্রহণের পর তিনি সেনাবাহিনী ও প্রশাসনে ব্যাপক রদবদল করেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি