ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ক্ষমা চাইলো ইসরায়েলি সামরিক বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ২২ অক্টোবর ২০২৪ | আপডেট: ০৮:২৬, ২২ অক্টোবর ২০২৪

দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তিনজন সেনা হত্যার পর ক্ষমা চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

ক্ষমা চেয়ে সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর সাথে লড়াই করছে না ইসরায়েল। তাদের সৈন্যরা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল।  খবর আরব নিউজ।

এর আগে রোববার (২০ অক্টোবর) লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন সেনা সদস্য নিহত হন।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সাথে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে "লক্ষ্য" করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি