ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ক্ষুদ্র সঞ্চয় আর স্থায়ী বিনিয়োগের মাধ্যমে ভাগ্য পাল্টানোর স্বপ্ন স্বরূপ 'একটি বাড়ি একটি খামার'

প্রকাশিত : ১১:১৬, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:১৬, ১০ নভেম্বর ২০১৬

ক্ষুদ্র সঞ্চয় আর স্থায়ী বিনিয়োগের মাধ্যমে ভাগ্য পাল্টানোর স্বপ্নের মডেল- একটি বাড়ি একটি খামার। প্রধানমন্ত্রী’র নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্পের মেয়াদ বাড়ানোর মাধ্যমে আরও কয়েক লাখ দরিদ্র জনগোষ্ঠীকে আওতাভূক্ত করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র ঋণের বিপরীতে ক্ষুদ্র সঞ্চয় দিয়ে চির দারিদ্র্য দূর হবে এ দেশ থেকে। দারিদ্র্য থেকে মুক্তির জন্য ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ছ’বছর আগে বিনিয়োগ বৃদ্ধির স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা জাগানিয়া এই- একটি বাড়ি একটি খামার প্রকল্প এখন গরীবের ঘরে জ্বেলে দিয়েছে উন্নয়নের দীপ্ত শিখা। সেবার আড়ালে বিতর্কিত এনজিওগুলোর শোষণ রুখতেই বিশেষ এই মডেলের পথচলা- বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নস্যাত করতে একটি চক্র ষড়যন্ত্র করলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মেয়াদ বড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রকল্পের কারণেই ২০২১ সালের মধ্যে দূর হবে ক্ষুধা-দারিদ্র্য। পাল্টে যাবে গরীবের সংজ্ঞা- এমন আশা কর্তৃপক্ষের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি