ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা
প্রকাশিত : ০৯:৫৭, ২৭ এপ্রিল ২০১৭
পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টি করতে উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার ক্যাপিটল হিলে মার্কিন সিনেটের সব সদস্যের সাথে বৈঠকের পর এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যৌথ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞাই নয় কূটনৈতিক উপায়ে মিত্র দেশগুলোকে নিয়ে উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ করা হবে। এছাড়া সন্ত্রাসীদের মদদদাতা রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়াকে তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এসব নিয়ে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরআগে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-থাড মোতায়েনের ফলে কোরিয় উপদ্বীপ অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
আরও পড়ুন