ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আইপিএল শুরু আজ

কয়টি ম্যাচ খেলবেন সাকিব?

প্রকাশিত : ০৯:০৭, ২৩ মার্চ ২০১৯ | আপডেট: ১১:১৭, ২৩ মার্চ ২০১৯

ভারতের জমকালো টি২০ টুর্নামেন্ট আইপিএলের দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আজ শনিবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ১২ মে শিরোপা ফয়সালার মধ্যে দিয়ে।

চার-ছক্কার ব্যাটেল ফিল্ডে প্রথম সাক্ষাৎ ধোনি-বিরাটের৷ অর্থাৎ প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়কের৷ উদ্বোধনী ম্যাচে আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ইতিমধ্যেই ভারত পৌঁছেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের আইপিএলে হায়দরাবাদের সব ম্যাচে খেলতে পারবেন না এই ক্রিকেটার।

সূচি অনুযায়ী, প্রাথমিক পর্বে হায়দরাবাদের প্রথম ম্যাচ আগামীকাল রোববার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আর প্রাথমিক পর্বে দলটির শেষ ম্যাচ আগামী ৪ মে বেঙ্গালুরুর বিপক্ষে।

এরপর প্লে-অফ নিশ্চিত হলে ম্যাচের সংখ্যা বাড়বে আরও। তবে আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি। সেই প্রস্তুতিতে প্রথম থেকেই থাকার জন্য সাকিবকে বেশ দ্রুতই ফিরতে হবে দেশে। সে ক্ষেত্রে ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিরতি ম্যাচ বা ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের কোনও একটি হতে পারে এবারের আইপিএলে সাকিবের শেষ ম্যাচ। এরপরই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরে আসতে পারেন তিনি।

এছাড়া যে কয়েকটি ম্যাচের জন্য সাকিব হায়দরাবাদের সঙ্গে থাকবেন, সেই সবগুলো ম্যাচেও তার মূল একাদশে থাকা অনিশ্চিত। কারণ হায়দরাবাদের চার বিদেশি ক্রিকেটার খেলানোর ক্ষেত্রে থাকা মধুর সমস্যা। বিদেশি ক্রিকেটারদের যে চারটি জায়গা, সেখানে তিনজনের খেলা একরকম নিশ্চিত- কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার ও রশিদ খান। বাকি একটি জায়গার জন্য সাকিবের পাশাপাশি বিবেচনায় থাকবেন জনি বেয়ারস্টো ও মোহাম্মদ নবী। ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কাউলের মতো স্থানীয় বোলারদের পাশাপাশি রশিদের সমন্বয়ে হায়দরাবাদের বোলিং লাইনআপ এমনিতেই বেশ শক্তিশালী। বাঁহাতি স্পিনেও সাকিবের বিকল্প হিসেবে আছেন শাহবাজ নাদিম। সে ক্ষেত্রে ব্যাটিং শক্তি বাড়াতে সাকিব বা নবীর বদলে বেয়ারস্টোই হতে পারে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। আর সেটা হলে গত আইপিএলের মতো এবার আর নিয়মিত মূল একাদশে দেখা যাবে না সাকিবকে।

আইপিএলের আগের আসরগুলোর মতো বলিউড তারকাদের নিয়ে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না এবার। এর বেঁচে যাওয়া টাকাটা দান করা হবে পুলওয়ামা হামলায় নিহত সেনাসদস্যদের পরিবারকে। তবে উদ্দাম নাচ-গান না থাকলেও সেনাবাহিনীর একটি দলের পরিবেশনায় থাকছে ‘মিলিটারি ব্যান্ড’ পারফরম্যান্স। পাশাপাশি ভারতের সাধারণ নির্বাচনের কারণে নিরাপত্তা নিয়ে গলদঘর্ম নিরাপত্তারক্ষীরা। সব মিলিয়ে আইপিএলের ১২তম আসর অন্য রকম চ্যালেঞ্জ বিসিসিআইয়ের।

যাইহোক, আজ ধোনি বনাম কোহালির লড়াই দেখার জন্য একেবারে প্রস্তুত চেন্নাই। প্রথম ম্যাচে আরসিবি-র হয়ে বাইশ গজে কারা থাকতে পারেন। দেখে নিন সম্ভাব্য একাদশ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি(ক্যাপ্টেন), কেদার যাদব, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডেভিড উইলি এবং মোহিত শর্মা৷

রয়্যাল চ্যালেঞ্জার্সের সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, মোয়েন আলি, বিরাট কোহলি (ক্যাপ্টেন), এবি ডি’ভিলিয়ার্স, সিমরন হেটমেয়ার, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং যুবেন্দ্র চাহাল৷

চলুন দেখে নেওয়া যাক ২০১৯ আইপিএলের প্রথম সপ্তাহের সূচি-

২৩ মার্চ- রাত ৮টা ৩০ মিনিট, চেন্নাই-বেঙ্গালুরু

২৪ মার্চ- বিকাল ৪টা ৩০ মিনিট, কলকাতা-হায়দরাবাদ

২৪ মার্চ- রাত ৮টা ৩০ মিনিট, মুম্বাই-দিল্লি

২৫ মার্চ- রাত ৮টা ৩০ মিনিট, রাজস্থান-পাঞ্জাব

২৬ মার্চ- রাত ৮টা ৩০ মিনিট, দিল্লি-চেন্নাই

২৭ মার্চ- রাত ৮টা ৩০ মিনিট, কলকাতা-পাঞ্জাব

২৮ মার্চ- রাত ৮টা ৩০ মিনিট, বেঙ্গালুরু-মুম্বাই

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি