ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কয়লার অভাবে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ৩০ জুলাই ২০২৩

কয়লা সংকটে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল আজীম বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় কয়লা সংকটের কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে রোববার (১৬ জুলাই) টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে।বারবার বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় দ্বিতীয় ইউনিটের বানিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি