ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খনি থেকে হিরা পেলেন গৃহবধূ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৬ মে ২০২২

Ekushey Television Ltd.

অরবিন্দ সিংয়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটি বাড়ি কেনার। কিন্তু অর্থের অভাবে তা আর হয়ে উঠছিল না। তাই কপাল ফেরাতে একটি হিরার খনি কয়েকদিনের জন্য লিজ নেয় সে, যদি এখান থেকে হিরা মিলে যায়। অরবিন্দ না পেলেও তার স্ত্রী ঠিকই সেখান থেকে বের করে ফলেছেন ২.০৮ ক্যারাটের মূল্যবান একটি হিরা!

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইত্বাকালা গ্রামে। 

জানা যায়, অরবিন্দ সিং গত মার্চ মাসে কল্যাণপুর পাতি এলাকার খনিটি লিজ নেন। সেখান থেকেই তার স্ত্রী চামেলি বাই হিরাটি খুঁজে পেয়েছেন।

হিরাটি পাওয়ার পরই তারা সেটি জমা দেন স্থানীয় হিরার অফিসে। সেখানে জানা যায়, হিরাটির দাম প্রায় দশ লাখ টাকা।

হিরা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই একটি নিলামের আয়োজন করা হয়েছে। সেখানেই বিক্রি করা হবে ২.০৮ ক্যারাটের এই হিরা। সরকারি নিয়ম মেনেই হিরার দাম ধার্য করা হবে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই হিরাটি যথেষ্ট ভালো মানের। প্রায় দশ লাখ টাকায় বিক্রি হতে পারে হিরাটি। যত দামে বিক্রি হবে, পুরো টাকাটাই তুলে দেওয়া হবে অরবিন্দ এবং তার স্ত্রীর হাতে। তবে সরকারি রয়্যালটি এবং অন্যান্য করের টাকা কেটে নেওয়া হবে।

প্রসঙ্গত, পান্না জেলাতে প্রায় বারো লক্ষ ক্যারাট হিরে রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি