খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১১:১৭, ১৭ আগস্ট ২০২০
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার নবাবগঞ্জের কাশিমপুরে তার কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর নবাবগঞ্জের লাল বারান্দা চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খন্দকার আলী আব্বাসের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সুবিধাবাদী ও লেজুড়বৃত্তি রাজনীতির বিরুদ্ধে পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাস ছিলেন আপসহীন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিপ্লবী জীবন ও সংগ্রাম আগামীতেও বাম প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এসএ/