ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২১ মে ২০১৭ | আপডেট: ১৮:০০, ২১ মে ২০১৭

খুন, গুম, হত্যা-চাঁদাবাজিসহ ছাদিকুলের হত্যাকারীদের শাস্তির দাবিতে বাঙালি ছাত্র পরিষদের একাংশের ডাকে খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়।
হরতালের ফলে সকাল থেকে দুরপাল্লার সব যান চলাচল বন্ধ ছিল। বন্ধ থাকে শহরের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানও। শহরের গুরুত্বপূর্ন স্থানে মোতায়েন করা হয় পুলিশ। গেল ১৩ এপ্রিল রাঙ্গামাটির নানিয়াচরের ঘিলাছড়িতে মোটরসাইকেল চালক ছাদিকুলের মাটি চাপা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বাঙালি ছাত্র পরিষদ হরতালের ঘোষণা দেয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি