ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষ, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩২, ২৪ ডিসেম্বর ২০১৮

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার পুজগাং এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- স্থানীয় লোগান বাজারের চা দোকানি চিক্য চাকমা (৩২)। তিনি ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত। আর সোহেল রানা (৩০) ওই এলাকায় শ্রমিকের কাজে ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী এলাকায়।

ওসি মো. নুরুল আলম বলেন, সিংহ মার্কা স্বতন্ত্র পার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে সোমবার সকালে হামলার খবর আসে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলাগুলিতে দুইজন মারা যান। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি