খাগড়াছড়িতে নিউমোনিয়ার প্রকোপ
প্রকাশিত : ১০:১৯, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১০:১৯, ২৯ জুলাই ২০১৬
খাগড়াছড়িতে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ। এক সপ্তাহে এই রোগে আক্রান্ত শতাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে তাপমাত্রা ওঠা-নামার কারণে বেড়েছে নিউমোনিয়ার আক্রান্তের সংখ্যা।
স্থান সংকুলান হচ্ছে না হাসপাতালের বিছানায়। তাই মেঝে- বারান্দায় থাকতে হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের।
১০ দিনে খাগড়াছড়ি সদর হাসপাতালে ১২০ নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অবস্থার অবনতি হওয়ায় এরই মধ্যে ১২ শিশুকে পাঠানো হয়েছে চট্টগ্রামে।
তাপমাত্রা ওঠানামার কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে বলে জানালেন চিকিৎসকরা।
নিউমোনিয়ার প্রকোপ আরও কিছুদিন থাকবে জানিয়ে শিশুদের ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শও দেন চিকিৎসকরা।
আরও পড়ুন