ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

খাগড়াছড়িতে নিম্নমানের সেমাই তৈরির অভিযোগে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৮, ৩ জুন ২০১৭

খাগড়াছড়িতে নিম্নমানের সেমাই তৈরির অভিযোগে একটি সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে জেলা অবসর ভবনের কাছে একটি গুদামে মজুদকৃত নিম্নমানের ৭৪২ কেজি লাচ্ছা সেমাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে পরিবেশক জসিম উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন। বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য মজুদ করে বিক্রয়ের অপরাধে এ দন্ড দেয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার শামছুল আলম।




Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি