ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে ভিড় বাড়ছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে। ঈদের পরদিন থেকে বাড়ছে পর্যটকদের সংখ্যা। আগামী কয়েকদিনে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   
আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রীজ, তারেং, রিছাং ঝরণা, মায়াবিনী লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে প্রতি বছরের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছে পর্যটকরা।
পর্যটকরা খাগড়াছড়ি জেলা শহর হয়ে রাঙ্গামাটির সাজেক ভ্যালি যাচ্ছে। সাজেকগামী পর্যটকদের কেন্দ্র করে হোটেল মোটেল ও রেস্টুরেন্টসহ পর্যটন সংশ্লিষ্টদের বাড়তি আয় হচ্ছে ।
পর্যটকদের প্রধান আর্কষণ আলুটিলা পর্যটনসহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। 
প্রতিবারের মতো এবার ও নির্বিঘ্নে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো ঘুরতে পারবেন আশা পর্যটকদের।  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি