ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫০তম শাহাদাতবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২১

বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫০তম শাহাদাতবার্ষিকী আজ। একাত্তরের এই দিনে সিলেটের কানাইঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন তিনি। 

সিলেট অঞ্চলের চার নম্বর সেক্টরের সাব-সেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনায় নিজামউদ্দিন প্রথমে সাব-সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরে সাব-সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে লড়াই করেন। রণাঙ্গনে তিনি এতই চৌকস ছিলেন যে, সহযোদ্ধারা তাকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন। 

এই বীর যোদ্ধার সমাধি সিলেটের মোকামটিলায় এবং তার স্মৃতি ধরে রাখতে পুরো অঞ্চলটির নামকরণ করা হয়েছে নিজামনগর। স্বাধীনতা যুদ্ধে তার সাহসী আত্মত্যাগের জন্য তিনি পেয়েছেন ‘বীরউত্তম’ খেতাব। 

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটির পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তার ভাই ও মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি