ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৪:৪৭, ২০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বাজারে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে সরকারকে 'আরো উদ্যোগী' হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, "চাল, ডাল, সবজি,মাছ, মাংস, ডিমের সরবরাহ ঠিক রাখতে হলেও সরকারকে উদ্যােগী হতে হবে। সার, কীটনাশক ও বীজের সরবরাহ বাড়িয়ে কিংবা প্রণোদনা দিয়ে কৃষক ও খামারীদের পাশে দাঁড়াতে হবে।"

রোববার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "এই স্যাবোটেজগুলো যে হচ্ছে, সরকার সজাগ না থাকলে আরো বেশি এটা হতে থাকবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেলের দাম স্বাভাবিক রাখা। কোনো ক্রমেই যেন ডিজেলের দাম বৃদ্ধি না পায়, সে ব্যাপারেও সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"

বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে মি. রিজভী অভিযোগ করেছেন, এ বন্যায় সরকারের তেমন তৎপরতা পরিলক্ষিত হয় নি।

"ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল যে যতটা পেরেছে সেখানে গিয়ে তৎপরতা চালিয়েছে, কিন্তু প্রশাসনের দিক থেকে তেমন একটা তৎপরতা দেখা যায় নি।"

কৃষক ও খামারিদের বন্যায় যে ক্ষতি হয়েছে তা নিরসনে সরকারকেই প্রধান ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মি. রিজভী।

শিগগিরই তাদের পুনর্বাসন করার দাবি জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি