ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি মূল্যের চাল পায়নি ১৫ হাজার পরিবার

প্রকাশিত : ১০:১৩, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:১৩, ২৩ অক্টোবর ২০১৬

হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি মূল্যের চাল পায়নি পটুয়াখালীর পাঁচ ইউনিয়নের প্রায় ১৫ হাজার পরিবার। তালিকা চূড়ান্ত না হওয়ায় থমকে আছে এসব এলাকায় চাল বিতরণ কার্যক্রম। উল্টো দুঃস্থদের তালিকায় নাম দেয়া হয়েছে কলেজ শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। হতদরিদ্রদের জন্য সরকারের চাল বিতরণ কার্যক্রমে পটুয়াখালীতে এক লাখ ১৮ হাজার মানুষকে কার্ড দেয়ার নির্দেশনা দেয় জেলা প্রশাসন। ৮ উপজেলার ৭৩টি ইউনিয়নে ১০ টাকা মূল্যে চাল বিতরণে ২শ’ ৫৮ জন ডিলারও নিয়োগ করা হয়। তবে, এরমধ্যে ৫ ইউনিয়নেই প্রায় ১৫ হাজার দুঃস্থ পরিবার এখনো চাল পায়নি। কার্ড পেতেও জনপ্রতি আদায় করা হয়েছে টাকা। এছাড়া, তালিকায় প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করারও অভিযোগ উঠেছে। আর জনপ্রতিনিধিরা বলছেন, তালিকা চূড়ান্ত না হওয়ায় চাল বিতরণ করা যাচ্ছে না। এদিকে, নির্দিষ্ট সময়ে কেন চাল বিতরণ শুরু করা হয়নি তা জানাতে, উপজেলা খাদ্য অফিসারদের শোকজ করা হয়েছে। প্রশাসন বলছে, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। জটিলতা কাটিয়ে দ্রুত চাল বিতরণের দাবি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষেরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি