খাবার পানি আর যোগাযোগ ব্যবস্থার অভাবে দূর্ভোগ(ভিডিও)
প্রকাশিত : ১০:১৭, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১০:২৬, ১৫ জুলাই ২০১৮
খাবার পানি আর ভাল যোগাযোগ ব্যবস্থার অভাবে দূর্ভোগে রয়েছে খাগড়াছড়ি সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। এসব গ্রামে নেই কোনো নলকুপ, নেই ভাল রাস্তাও। ফলে পাহাড়ী এলাকায় নাজুক ও দুর্গম যোগাযোগ ব্যবস্থায় ছড়া বা ঝরনা থেকে পানীয় জল আনতে হয় তাদের।
খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক পথের ধর্মঘর এলাকা দিয়ে প্রবেশ করতে হয় থৈঅংগ্যপাড়া, বড়পাড়া ও যৌথ খামার গ্রামগুলোতে। মূল সড়ক থেকে এসব জায়গায় যাওয়ার রাস্তাগুলো একেবারেই বেহাল।
হাজারের বেশি পরিবারের বসবাস পাহাড়ী এই জনপদে। সংকীর্ণ পাহাড়ি মেঠো পথ মানুষের চলাচলের একমাত্র উপায়, যেখানে বর্ষা এলে দুর্ভোগ আরো বাড়ে।
এসব এলাকায় নেই নলকূপও। পাহাড়ী পথ পাড়ি দিয়ে ছড়া বা ঝরনা থেকে প্রতিদিনের খাবার পানি জোগাতে গিয়ে হিমশিম খেতে হয় এলাকাবাসীর।
এদিকে নতুন বছরের বাজেটে গ্রামীন সড়ক ও পানীয় জলের ব্যবস্থার প্রকল্প গ্রহন করা হয়েছে বলে জানান, স্থানীয় প্রশাসন।
দ্রুত সড়ক উন্নয়ন ও খাবার পানির সংকট দূর করতে কর্তৃপক্ষ উদ্যোাগ নেবে এমন চাওয়া পাহাড়ী জনপদের মানুষের।
আরও পড়ুন