ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়া ও তার দল সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৬, ১৩ মে ২০১৭

বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর জাতীয় নাট্যমঞ্চে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারি সমিতির জাতীয় সম্মেলনে তিনি এ’কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ও বিএনপি যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে তার প্রমাণ তাদের ভিশন ঘোষনায় রয়েছে। কারণ, খালেদা জিয়া ঘোষিত ভিশনে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধীদের বিচার বা সাম্প্রদায়িক অপশক্তি নিয়ে কোনো কথা নেই। বিএনপির ভিশনকে নাটক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়।



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি