খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখার পেছনে এরশাদ: অলি
প্রকাশিত : ১৭:০৮, ১০ ফেব্রুয়ারি ২০১৮

এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রাখার নেপথ্যে এরশাদ আছে বলে আমি মনে করি। এরশাদকে নাজিমউদ্দিন রোডের এই কারাগারে রাখা হয়েছিলে। তাই খালেদা জিয়াকে হয়ত সরকার, আওয়ামী লীগ এবং এরশাদ ঐক্যবদ্ধভাবে এই পরিত্যক্ত জায়গায় রেখেছে।
এলডিপি চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি তাকে (খালেদা জিয়া) কয়েদির কাপড় পরানো হয়েছে এবং পুরনো একটি জেলে রাখা হয়েছে। এটা কী কারণে করা হল?
এরশাদ যখন বন্দি ছিলেন, খালেদা জিয়ার তখনকার সরকারের মন্ত্রী অলি বলেন, ‘সরকার তো দুইটা নতুন জেল নির্মাণ করেছে। উনাকে (খালেদা) সসম্মানে সেখানে রাখতে পারত। একটা পরিত্যক্ত জেলে তাকে নেওয়ার প্রয়োজন ছিল না।’
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার করার পর খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সংসদ ভবনের দুটি বাড়িতে বন্দি রাখার বিষয়টি তুলে ধরে অলি বলেন, এবারও সেই ধরনের পদক্ষেপ সরকার নিতে পারত। এই রকম একটা জায়গায় বেগম জিয়াকে কেন রাখা হল না, বর্তমান সরকারকে তার জবাব একদিন দিতে হবে।
খালেদার মুক্তির দাবিতে বিএনপির দেওয়া সব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান।
তেজগাঁওয়ে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেদোয়ান আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল করীম আব্বাসী, আবদুল গনি, কামালউদ্দিন মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
এসি/
আরও পড়ুন