নাইকো দুর্নীতি মামলা
খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি ৪ ফেব্রুয়ারি
প্রকাশিত : ১৬:১৬, ১৫ জানুয়ারি ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আজ সোমবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহে প্রতিনিয়ত খালেদা জিয়া নিয়মিত হাজিরা দেওয়া কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাই আজ আদালতে হাজির হতে পারেননি। মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আদালতে হাজির না হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করে। তবে আদালত এ বিষয়ে কোনও আদেশ দেয়নি। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমালে খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় দুর্নীতির এ মামলাটি করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
টিআর / এআর
আরও পড়ুন