ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

খালেদা জিয়ার উকিল নোটিশে যা আছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৮, ২০ ডিসেম্বর ২০১৭

বিদেশে খালেদা জিয়ার সম্পদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে উকিল নোটিশ দিয়েছে বিএনপি। মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নোটিশ পাঠানো হয়েছে।

উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে।

এছাড়া, ৩০ দিনের মধ্যে ক্ষমা না চাইলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে একুশে টিভি অনলাইনকে এ কথা জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এএ/এমআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি