ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা হচ্ছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৮ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৯, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিনদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলেও সরকার তার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কারাবন্দি অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রীকেও স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিলে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা চায় না বলেই তার পছন্দের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে না। কিন্তু সরকারের কোনো নীল-নকশার কাছে বেগম খালেদা জিয়া অতীতেও মাথা নত করেননি। উনি মাথা নত করার নেত্রীও নন।

বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে দিতে হবে কারণ সেখানে উন্নতমানের যন্ত্রপাতি এবং চিকিৎসার ব্যবস্থা আছে। এ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নিবে না। অপপ্রচারের মিথ্যা সন্ত্রাস করে ধারাবাহিক অশান্তি জিইয়ে রাখলে এর খেসারত সরকারকেই দিতে হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি