ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম। তিনি বলেন, মেডিকেল বোর্ড তাকে দেখেছেন। পরীক্ষা করেছেন।

বুধবার (১০ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. নাজমুল করিম বলেন, মেডিকেল বোর্ড তার চিকিৎসা শুরু করে দিয়েছেন। চিকিৎসার বিষয়টি মেডিকেল বোর্ডের এখতিয়ার। রোগীর এবং তার চিকিৎসার বিষয়ে তারাই মন্তব্য করবেন। এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। মেডিকেল বোর্ড রোগীর সঙ্গে কথা বলেছে, রোগীকে দেখেছে। আজ (বুধবার) দুপুর থেকেই তার চিকিৎসা শুরু হয়ে গেছে।

এর আগে শনিবার (৬ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি