ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ১০ জুন ২০১৮ | আপডেট: ১০:০৬, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই  বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) নেওয়া হবে বলে জানান তিনি।

‘তাকে কখন নেওয়া হবে’ এ প্রশ্নের উত্তরে  তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ও কারা চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন, আমরা ব্যবস্থা করেছি। তাকে বিএসএমএমইউতে পরীক্ষা করানো হবে। কিন্তু কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেওয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।

খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোকের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তার মাইল্ড স্ট্রোকের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে। তারপরও অন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে তা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি