ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে: বোন সেলিমা ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২৪ জানুয়ারি ২০২০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেলিমা ইসলাম- সংগৃহীত

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেলিমা ইসলাম- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘আমরা ভাবছি তার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করবো। তার বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে।’ 

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজনে কবে নাগাদ আবেদন করা হবে এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘কবে নাগাদ আবেদন করবো, তা এখনও ঠিক করিনি। কারণ, এভাবে বেশি দিন চললে খালেদা জিয়াকে জীবিত অবস্থায় বাসায় নিয়ে যেতে পারবো না। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

খালেদা জিয়া সারাক্ষণ বমি করছেন উল্লেখ করে সেলিমা ইসলাম বলেন, ‘তার গায়ে জ্বর আছে। ব্যথায় কাতরাচ্ছেন। বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে তার চিকিৎসা সম্ভব নয়।’ 

তিনি আরও বলেন, ‘এখানকার হাসপাতালের ডাক্তার তাকে দেখছেন। কিন্তু যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাতে কোনও কাজ হচ্ছে না। তার যে অবস্থা, এর চেয়ে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। তার শরীর খুবই খারাপ। আজকেও তার ডায়াবেটিস ১৫ ছিল। এভাবে আর কতদিন চলবে? এই হাসপাতালে তো আজ প্রায় ১ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে।’

এর আগে বিকাল ৩টায় খালেদা জিয়ার জন্য বাসায় রান্নাকরা খাবার, ফল ও ফুল নিয়ে তার সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, সাক্ষাৎকারীদের মধ্যে সেলিমা ইসলামসহ আরও ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার। তবে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা এলেও সাক্ষাৎকারের তালিকায় নাম না থাকায় তিনি দেখা করতে পারেননি।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি