ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৩:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বধান্যতায় বেগম খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও মুক্ত থেকে সুচিকিৎসা নিতে পারছেন। তবে তার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করতে হবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খাদেলা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, তাদের পক্ষ থেকে স্বরাষ্ট মন্ত্রণালয়ে কোন আবেদন করা হয়নি। আবেদন করলে স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে এখন কিছু বলা যাবে না। 

বিএনপির পক্ষ থেকে হরতাল অবরোধের যে হুমকি দেয়া হচ্ছে সে বিষয়ে তিনি বলেন, বিএনপি যদি আইন ভঙ্গ করে রাজপথ অবরোধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

আজ সকালে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি