ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৩২, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আমরা কেউই আইনের ঊর্ধ্বে নইআইন তার নিজস্ব গতিতে চলবেখালেদা জিয়া দেশে ফিরলে আইনানুযায়ীই ব্যবস্থা নেওয়া হবেমঙ্গলবার বাংলা একাডেমিতে নারীর যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক জাতীয় সম্মেলনে গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

আসন্ন মিয়ানমার সফর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সফরটি পূর্বনির্ধারিত একটি সফর। সীমান্ত সংকট নিরসনসহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল। এখন পরিস্থিতি আলাদা, সেদেশ থেকে রোহিঙ্গারা এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, রোহিঙ্গাদের শনাক্ত করে ফিরিয়ে নেবে তারা। সফরে এই ইস্যুতেও কথা বলব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মিয়ানমার সফরে আগে থেকে নির্ধারিত এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হলেও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি