খালেদা জিয়ার মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত
প্রকাশিত : ১৩:০৯, ৩০ মার্চ ২০১৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
খালেদা জিয়ার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির-উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। এর জবাব দিতে রাষ্ট্রপক্ষ ও বাদীকে চার সপ্তাহের সময় দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী গত বছরের ২১ জানুয়ারি অভিযোগটি দায়ের করেন।
আরও পড়ুন