ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার সব শর্ত মানা সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সব শর্ত মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার রাজধানীর আগারগাঁও-এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, গতকাল একটি রাজনৈতিক দল নির্বাচনে যেতে ৬টি শর্ত দিয়েছে। কিন্তু শর্ত দিয়ে কিছু হবে না। এসব শর্ত বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ছোটও হতে পারে বড়ও হতে পারে। ওই সময় দৈনন্দিন কার্যক্রম চলবে সরকারের নির্দেশে। তবে নির্বাচন কার্যক্রম ক্ষমতা প্রয়োগ করবে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর রপ্তানি আদেশ এসেছে ২০ বিলিয়ন মার্কিন ডলার।

ইপিবির আয়োজনে প্রতি বছরের মত এবারও ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করেন। বাংলাদেশ ছাড়াও  ১৭টি দেশের ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেন। এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৫৮৯টি। বড় প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ৭৭টি ও বিভিন্ন ক্যাটাগরির মোট স্টলের সংখ্যা ৪০০টি।

এবার মেলার সময় একমাসের মেয়াদ শেষে চার দিন বাড়ানোর পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন আজ রোববার। রাত ৮ টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলে জানানো হয়েছে।

এবারের মেলায় ছিল বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, ফ্ল্যাওয়ার গার্ডেন, ই-শপ, শিশু পার্ক, প্রাইমারি হেলথ সেন্টার, মা ও শিশু কেন্দ্র, রক্ত সংগ্রহ কেন্দ্রসহ ৩২ ধরনের অবকাঠামো।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দীন প্রমুখ।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি