ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘খালেদা জিয়ার সাজা আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনাইটেড ইসলামিক পার্টির অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী বিচার হয়েছে। তাদের যদি আরো কিছু বলার থাকে, উচ্চ আদালত রয়েছে, সেখানে তারা যেতে পারে। আরো যদি ক্ল্যারিফিকেশন থাকে, সেখানে হবে। আমরা এটাই জোর গলায় বলতে পারি, বিচারকদের ওপর কোনোরকম ইনফ্লুয়েন্স (প্রভাব) আমাদের নাই। বিচারকরা স্বাধীনভাবে তাদের রায় ঘোষণা করছেন এবং ভবিষ্যতেই তাই করবেন।’

তিনি আরও বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।

গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান।

রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরোনো কারাগারে রাখা হয়েছে।

এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

কেআই/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি