ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

খালেদার চিকিৎসা শুরু হবে দুপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৭ অক্টোবর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

শারীরিক অসুস্থতা ও চিকিৎসা নিয়ে দীর্ঘ আলোচনা ও বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার দুপুর ১টার পর খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

হাসপাতালের পরিচালক জানিয়েছেন, উচ্চ আদালতের আদেশ অনুসারে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করবে তার। এরপর আজ রোববার দুপুর ১টায় মেডিকেল বোর্ড সভায় বসবে। সভার সিদ্ধান্ত অনুসারে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।

প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেলে খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে এনে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও বেশ ক’টি মামলায় তার বিচারকার্য চলছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি