খালেদার দ্রুত সাজা দেওয়া সরকারের লক্ষ্য নয় : আইনমন্ত্রী
প্রকাশিত : ১৭:১৪, ৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১০, ৮ জানুয়ারি ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত সাজা দেওয়া সরকারের লক্ষ্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলা আইন অনুযায়ী তার নিজস্ব গতিতে চলবে। দ্রুত নিষ্পত্তি করা বা দ্রুত খালেদা জিয়াকে সাজা দেওয়া সরকারের লক্ষ্য নয়। ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য এবং বিচার বিভাগে সরকার কখনোই কোনোভাবেই হস্তক্ষেপ করে না।
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের ১৪ মামলা রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে স্থানান্তরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আনিসুল হক বলেন, উভয় পক্ষের নিরাপত্তার জন্যই ওই আদালতে মামলা স্থানান্তর করা হয়েছে। পুরান ঢাকার জজকোর্ট প্রাঙ্গণ একটি জনবহুল ব্যস্ত এলাকা। সেখানে খালেদা জিয়ার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এ কারণেই উভয় পক্ষের কথা চিন্তা করে এ মামলাগুলো আদালতে স্থানান্তর করা হয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
/ এআর /
আরও পড়ুন