ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

খালেদার প্যারোল পাওয়ার পরিস্থিতি হয়নি : হানিফ

প্রকাশিত : ১৫:৩৭, ৭ এপ্রিল ২০১৯

আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও ‘তৈরি হয়নি’। সাধারণত দণ্ডপ্রাপ্ত কারও আত্মীয়স্বজন মারা গেলে তাকে শেষ দেখা, শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থতি হয়নি।’

আজ রোববার দুপুরে দলের ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন হানিফ।

 

এ দিকে আজ রোববারই ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যদি আবেদন করেন, তবে তা যাচাই করে আইনি দিকগুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সরকার।’

তবে বিএনপি নেতা খোন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে তিনি (খালেদা) প্যারোলে যাবেন কি না এবং সরকার প্যারোল দিবেন কি না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি চিকিৎসার জন্য প্যারোলে যায়। তবে খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন এখনও করেননি।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি