ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদার মুক্তির দাবিতে বিএনপির স্মারকলিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি। রোববার বেলা ১১টার পরে পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির এ স্মারকলিপি গ্রহণ করেন ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন।

স্মারকলিপি জমা দেওয়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে টানা তিন দিনের কর্মসূচি শুরু হয়েছে গতকাল শনিবারের গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে। আজ রোববার তৃতীয় দফা কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে আজ ঢাকাসহ সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিচ্ছে বিএনপি। এবং আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগরী ছাড়া জেলা-মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে তাদের।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি কারাগারে রয়েছেন। এর প্রতিবাদের প্রথম দফায় ৯ ও ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ এবং দ্বিতীয় দফায় ১২ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিনের মানববন্ধন, অবস্থান ও ৬ ঘণ্টার অনশনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তবে মামলার রায়ের কপি না পাওয়ায় জামিন আবেদন করতে পারেননি খালেদা জিয়া।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি