ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকাল ৮টার দিকে এ ঝটিকা মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়া কারাগারে খুব অসুস্থ। কিন্তু সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাই অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি করা হচ্ছে। অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি