ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদার মুক্তির দাবিতে সোমবার বিএনপির সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর চিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে ওই এলাকাগুলো কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়।  

তিনি বলেন, ঢাকায় সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে স্থান নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছেও অনুমতি চাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেলে ঢাকায় এ সমাবেশ বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদেরের মাথায় আঁধার নেমেছে বলেই তিনি একের পর এক লাগামছাড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। শুধু পাহাড় কেন দেশের সব রক্তপাতের জন্য আওয়ামী লীগ দায়ী।

গতকাল শনিবার পাহাড়ে রক্তপাতের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে দায়ী করে বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের জবাবে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

দুই সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে রিজভী বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের আইনগত বাধ্যবাধকতা থাকলেও ইসি তা করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

কেআই/টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি