ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

খালেদার রায়ের অনুলিপি বিকেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিন ধরে কারাগারে রয়েছেন। রায়ের অনুলিপি না পাওয়ায় জামিন আবেদন করতে পারেননি তিনি। অবশেষে তার জামিন আবেদনের পথ সুগম হচ্ছে আজ সোমবার।

৬৩২ পৃষ্ঠার রায়টি অনুলিপির পর দলিলের কাগজে প্রিন্ট হয়ে পৃষ্ঠার সংখ্যা হয়েছে ১১৬৮।  প্রতিটা পৃষ্ঠায় বিচারকের সীল ও স্বাক্ষরের কাজ শেষ হবে আজ দুপুরের পর।  বিচারকের তত্ত্বাবধানে ৩/৪ জন কর্মকর্তা-কর্মচারী পুরোদমে কাজ করছেন বলে জানা গেছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন জানান, আজ সোমবার বিকেলের মধ্যে এ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আইনজীবীদের হাতে তুলে দেয়া হবে।

এর আগে গত রোববার বিচারক খালেদা জিয়ার আইনজীবীদের বলেন, সোমবার আপনাদের রায়ের অনুলিপি দেয়া হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এই মামলায় অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয় হয়। দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ সকলকে সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি