ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খালেদার সাথে স্বজনদের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। শুক্রবার বিকেলে প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কারাগারে সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন- খালেদার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি ইস্কান্দার, খালেদার বোন সেলিনা। সাক্ষাৎ শেষে তারা কারাগারের অন্য রাস্তা দিয়ে চলে যান।

সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর গণমাধ্যমকে জানান, আজ বিকেল ৪টা ১৫ মিনিটে তারা ভেতরে প্রবেশ করেন। প্রায় একঘণ্টা সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টার দিকে তারা বেরিয়ে আসেন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ বাকি পাঁচ আসামীদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেওয়া হয়। রায়ে আদালত বলেন, বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয়। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। রায়ের পর খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি