ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

খিলক্ষেতে ৫টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ৫টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া দুটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় রাজউক। 

সেসময় নিয়ম লঙ্ঘন করায় ও অবৈধভাবে সড়ক দখল করে ভবন নির্মাণ করায় ৫টি ভবনের বর্ধিতাংশ ভেঙ্গে দেয়া হয়েছে। 

দখলদার যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না হুশিয়ারি করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি