ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খিলগাঁওয়ে জেএমবির কমান্ডার গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বৃহস্পতিবার সকালে র‌্যাবের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, র‌্যাবের অভিযানে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ্-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরকে//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি