খুনের পর খুন
প্রকাশিত : ২৩:২৭, ৩০ মে ২০১৯
বন্ধুকে খুন করে লাশ ড্রামে ভরে দিঘীর পানিতে ডুবিয়ে দেওয়ার অভিযোগে দুই বছর আগে গ্রেপ্তার যুবলীগ কর্মী অমিত কুমার মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘কয়েদিদের মধ্যে মারামারিতে’ নিহত হয়েছেন।
৩২ বছর বয়সী অমিতকে বুধবার রাত ১০টায় গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খুরশীদ আনোয়ার চৌধুরী জানান।
কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল রাতে ৩২ নম্বর সেলে রিপন নামের এক আসামির সাথে সংঘর্ষে জড়ায় অমিত। এসময় অমিতের মাথায় আঘাত করে রিপন। পরে গুরুতরবস্থায় অমিতকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলেও বাঁচানো যায়নি।
এদিকে অমিত মুহুরি হত্যার জেরে রাত আড়াইটার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে ভাংচুর চালায় যুবলীগের নেতাকর্মীরা।
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের একটি কমিটি গঠন করা হয়েছে। আলাদাভাবে তদন্ত শুরু করেছে পুলিশও। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ইটের আঘাতে অমিত মুহুরীকে খুন করা হয়েছে।
২০১৭ সালের আগস্টে চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রাণীরদিঘি এলাকা বন্ধু ইমরানকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দেয় অমিত। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন অমিত মুহুরী। অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। অমিত মুহুরী পূর্বাঞ্চল রেলের কোটি টাকার দরপত্র নিয়ে জোড়া খুনের মামলার আসামি।
আরকে//
আরও পড়ুন