ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুব সহজে তেলাপোকা দূর করার ঘরোয়া উপায় (ভিডিও)

প্রকাশিত : ১০:০৭, ২৭ মে ২০১৯ | আপডেট: ১০:০৮, ২৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

খুবই বিরক্তিকর, যন্ত্রণাদায়ক এক পোকার নাম “তেলাপোকা”। এটি শুধু বিরক্তিকর নয়, এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এটি আমাদের রান্নাঘরের জিনিসপত্রে হেঁটে বেড়ায় এবং জীবাণু ছড়ায়। আর এই জীবাণু থেকে সৃষ্টি হয়ে নানা রোগ। তাই আসুন এ পোকাটি সহজে নিরাময় করার পদ্ধতি সম্পর্কে জেনে নেই।

প্রয়োজনীয় উপাদান

#২০ গ্রাম বোরিক এসিড

#১ টেবিল চামচ আটা

#পানি

তৈরি করবেন যেভাবে:

#সমপরিমাণে বোরিক এসিড এবং আটা মিশিয়ে নিন। তারপর এতে পানি মিশিয়ে নিন। পানি অল্প অল্প করে মিশিয়ে নিন।

# ভাল করে মিশিয়ে রুটির মত ডো তৈরি করে নিন। লক্ষ্য রাখবেন ডো যেন বেশি নরম বা শক্ত না হয়ে যায়।

#এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। সম্পূর্ণ ডোটি দিয়ে কয়েকটি বল তৈরি করে নিন।

#এবার ঘরের যেসব স্থানে তেলাপোকা বেশি দেখা যায় সেসব স্থানে আটার বলটি রেখে দিন।

# কয়েকদিন পর দেখবেন তেলাপোকা মরে পড়ে আছে।

মূলত বোরিকের অ্যাসিডের উপাদান তেলাপোকার মৃত্যুর জন্য দায়ী। বোরিক অ্যাসিড তেলাপোকার মুখ আটকিয়ে দিয়ে থাকে। যার কারণে তেলোপোকা কিছু খেতে বা পান করতে পারে না। এক সময় এটি মারা যায়।

ভিডিও

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি