ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

খুবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (কেইউআরএস) কর্তৃক উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ‘হোয়াট'স নেক্সট’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই পর্বে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদ উজ্ জামান। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করেন। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় দিকগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

দেশের বাইরে স্নাতকোত্তর ক্যারিয়ারের পথ এবং সুযোগ, বিদেশে অধ্যয়নের আবেদনের জন্য টোফেল পরীক্ষার গুরুত্ব, ইউএসএ’র জন্য ফুল-ফান্ড স্কলারশিপ, একাডেমিক লক্ষ্যের জন্য সঠিক পরীক্ষা নির্ধারণ করতে আইএলটিএস, পিটিই এবং টোফেলের ভূমিকা, অস্ট্রেলীয়ান বিশ্ববিদ্যালয়গুলির ভর্তি প্রক্রিয়াসহ উচ্চশিক্ষার বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন লুমিনেজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহামুদুল হাসান এবং জিআরই ইটিএস ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার আনোয়ার নাসের, মাস্টার ট্রেইনার আতহার আলী, হেড অব অপারেশন আরিফুর রহমান।

সেমিনার শেষে রিসার্চ টিমকে সার্টিফিকেট প্রদান এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাফকাত সাজিদ, দ্বিতীয় রুকাইয়া বিনোট সুজাউদ্দিন এবং তৃতীয় হন নাজমুল ইসলাম রবিন। 

পরিশেষে কাউন্সেলিং পর্ব অনুষ্ঠিত হয়। এখানে বাছাইকৃত পঞ্চাশ জন শিক্ষার্থীকে আবেদন সহায়তা, মূল্যায়ন পরীক্ষা এবং মক পরীক্ষা দেওয়ার ব্যাপারে বিশেষ পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি