খুমেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক
প্রকাশিত : ১৫:৫০, ২২ জানুয়ারি ২০২৫
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এসএম মেহেদী হাসান নামে একজন ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে।
পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। এসময় আটক প্রতারকের কাছ থেকে রাজধানীর এভার কেয়ার, খুমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
আটক ভুয়া চিকিৎসক নগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।
জানা গেছে, রাত ৯টার দিকে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে পাঁয়চারি করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরার কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে।
এসময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
ভুয়া চিকিৎসক আটকের বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদীকে থানায় সোপর্দ করে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
আরও পড়ুন