ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

খুলনা সিটিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ১১ মে ২০১৮

খুলনা সিটিতে ভোট এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ সময়ে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এরমধ্যেই চলছে প্রধান দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ।

নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ করেছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতেই বিভ্রান্তি ছড়াচ্ছেন মঞ্জু।

খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেনের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান।  

দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। যত বেশি সম্ভব ভোটারের কাছে যেতেই ব্যস্ত প্রার্থীরা। প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ।

ছুটির দিনের সকালে নগরীর নিউ মার্কেট এলাকায় প্রচার চালিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তিনি এনেছেন বিস্তর অভিযোগ।

তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ হবে।

এদিকে সকালে নগরীর ১৯ নং ওয়ার্ড এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক। উন্নয়নের পক্ষে ভোট দিতে খুলনাবাসির কাছে আহ্বান জানান তিনি। 

এসময় তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে চরমপন্থীদের লালন করার পাল্টা অভিযোগ তোলেন।

অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও খুলনায় বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ।

ভিডিও: 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি