ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২৬ রান নিয়ে রংপুর রাইডার্সকে অবিশ্বাস্য এক ম্যাচ জেতান নুরুল হাসান সোহান। রংপুর অধিনায়কের চেয়ে আজ সমীকরণটা একটু সহজই ছিল। শেষ ৬ বলে ১৯ রানের সমীকরণ। তবে উইকেটরক্ষক-ব্যাটার সোহানের মতো নায়ক হতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা আবু হায়দার রনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে স্ট্রাইকার্স। দলটির ওপেনার রনি তালুকদার ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুটি ছক্কার শট।

তবে সিলেটের অন্য ওপেনার রাকিম কর্নওয়াল (৪) ও তিনে নামা জর্জ মানসে (২) রান পাননি। চারে নেমে জাকির হাসান ওই ব্যর্থতা ঘুচিয়ে দেন। তার ব্যাট থেকে ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস আসে। তিনি ছয়টি ছক্কার শট খেলেন। চার মারেন তিনটি। শেষ দিকে অ্যারন জোনস ৬ বলে ২০ ও অধিনায়ক আরিফুল ১৩ বলে ২১ রান করলে লড়াই করার পুঁজি পায় সিলেট।

জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৭৪ রান তুলতে পারে আগের ৩ ম্যাচে ২ জয় পাওয়া খুলনা। দলটির ওপেনার উইলিয়ামস বসিস্টো ৪০ বলে ৪৩ রান করেন। অন্য ওপেনার মোহাম্মদ নাঈম (১১) ব্যর্থ হন। তিনে নেমে ইমরুল কায়েস ২ ও চারে নামা ডারউইস রাসুলি ১৫ রান যোগ করে ফিরে যান। মেহেদী মিরাজের ব্যাট থেকে আসে ১৫ রানের ইনিংস।

মধ্যে মোহাম্মদ নওয়াজ ও মাহিদুল অঙ্কন ৩২ রানের জুটি গড়েন। নওয়াজ ১৮ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৩ রান করে ফিরে যান। আউট করে তাকে স্লেজিং করেন তানজিম সাকিব। এ নিয়ে দু’জনের মধ্যে উত্তাপও ছড়ায়। অঙ্কন ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন। আবু হায়দার রনি ৬ বলে ১৪ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য ১৮ দরকার ছিল খুলনার। আশা দিলেও তা পারেনি দলটি।

এমকে/এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি