ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে

প্রকাশিত : ১০:৫৯, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৫৯, ১৯ অক্টোবর ২০১৬

যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যূত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাত সাড়ে তিনটার দিকে সিংগিয়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যূত হয়। এঘটনার ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল আটটার দিকে রিলিফ ট্রেন ঘটনা স্থলে এলে উদ্ধার কাজ শেষ করে। সকাল সাড়ে ৯টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি