ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

খুলনায় চিকিৎসকদের ধর্মঘট

প্রকাশিত : ১৫:০১, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:২২, ৫ মার্চ ২০১৬

খুলনার তেরোখাদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের ধর্মঘট চলছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন স্মৃতি মন্ডল। শনিবার সকাল থেকে খুলনার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের কার্যক্রম এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনা। যত দ্রুত সম্ভব এই অচলাবস্থা নিরসনের দাবি তাদের। গেলো ২৮শে ফেব্র“য়ারি কর্তব্যরত অবস্থায় ডাক্তার আব্দুল্লা হেল মামুনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। প্রথম দফায় ২৪ ঘণ্টা ধর্মঘটের পরেও হামলাকারিরা গ্রেফতার না হওয়ায় দ্বিতীয় দফায় আবরও ধর্মঘট ডাকেন আন্দোলনকারীরা। কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সংকট দূর করতে এগিয়ে আসবে প্রশাসন এমনটাই প্রত্যাশা  সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি