ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় চিকিৎসকদের ৪৮ ঘন্টার ধর্মঘট

প্রকাশিত : ১৫:২৫, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:২৫, ৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Khulna strikeখুলনার তেরোখাদার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহেল মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট চলছে। রোববার সকাল থেকে খুলনার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের কার্যক্রম এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে বিএমএ ভবনের সামনে সমাবেশ করে চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়ে রোগীরা। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। গেলো ২৮শে ফেব্র“য়ারি কর্তব্যরত অবস্থায় আব্দুল্লাহেল মামুনের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারিদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি